Tokyo Paralympics 2020: টেবিল টেনিসের শেষ আটে ভারতের ভাবিনা
দারুণ পারফরম্যান্স ভাবিনা প্যাটেলের
নিজস্ব প্রতিবেদন: টোকিয়োয় প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। ক্লাস ফোর টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। ৩-০ হারিয়েছেন ব্রাজিলের জয়েস দে অলিভিয়েরাকে। ভাবিনার পক্ষে ফল ১২-১০, ১৩-১১, ১১-৬। শুক্রবার বিকেলেই ভাবিনা নামবেন সেমিফাইনালের ম্যাচে। গতকাল গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন ভাবিনা।
আরও পড়ুন: Joe Root: জীবনের সেরা ফর্মে অপ্রতিরোধ্য রুট! সেঞ্চুরিতে ভাঙলেন একের পর এক রেকর্ড
এবারের প্যারালিম্পিক্সে ভারত তাদের ইতিহাসে সর্ববৃহৎ ৫৪ জন অ্যাথলিটের দলকে পাঠিয়েছে। অলিম্পিক্স থেকে সাতটি পদক নিয়ে ফেরা ভারত প্য়ারলিম্পিক্সিেও ভাল ফল করবে বলেই আশাবাদী ক্রীড়ামহল। মোট ৯টি ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন তাঁরা।গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, এবারে টোকিওতে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৫৪। দেখার ভাবিনা দেশকে পদক এনে দিতে পারেন কিনা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)