Joe Root: জীবনের সেরা ফর্মে অপ্রতিরোধ্য রুট! সেঞ্চুরিতে ভাঙলেন একের পর এক রেকর্ড

নটিংহ্যামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রানের ইনিংসের পর হেডিংলিতে রুটের ব্য়াট থেকে এল ১২১।  

Updated By: Aug 27, 2021, 12:12 PM IST
Joe Root: জীবনের সেরা ফর্মে অপ্রতিরোধ্য রুট! সেঞ্চুরিতে ভাঙলেন একের পর এক রেকর্ড

নিজস্ব প্রতিবেদন: আগুনে ফর্মে আছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট (Joe Root)। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ফের সেঞ্চুরি হাঁকালেন লিডসের হেডিংলিতে। চলতি বছরে ৬ নম্বর সেঞ্চুরি করা হয়ে গেল তাঁর। দেখতে গেলে জীবনের সেরা ফর্মে আছেন তিনি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে পরপর তিনটি টেস্ট শতরান করলেন তিনি। নটিংহ্যামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রানের ইনিংসের পর হেডিংলিতে রুটের ব্য়াট থেকে এল ১২১।

আরও পড়ুন: মিশন IPL 2021, মরুদেশে পৌঁছে গেলেন Hardik Pandya ও Krunal Pandya

দেখে নেওয়া যাক হেডিংলিতে কোন কোন রেকর্ড করলেন তিনি

১) বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে পরপর তিনটি টেস্ট শতরান।
২) অ্যালেস্টার কুককে (৩৮) ছাপিয়ে রুট (৩৯) এখন ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিকারী।
৩) ব্রিটিশ অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান।
৪) টেস্ট ক্যাপ্টেন হিসেবে ডজন সেঞ্চুরিতে কুককে স্পর্শ করলেন রুট।
৫) ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে হাফ ডডন সেঞ্চুরি করলেন রুট। এই কৃতিত্ব রয়েছে ডেনিস কম্পটন (১৯৪৭) ও মাইকেল ভনের (২০০২)
৬) প্রথম অধিনায়ক হিসেবে রুট ১০০ নম্বর টেস্ট ইনিংসে ১০০ রানের ইনিংস খেললেন।
৭) ইন্ডিয়া-ইংল্যান্ড বিরুদ্ধে রুটই এখন সবচেয়ে বেশি সেঞ্চুরিকারী (৮)। দ্রাবিড়কে টপকে গেলেন তিনি।
৮) ভারতের বিরুদ্ধে ৮ সেঞ্চুরির নজিরে রুট স্পর্শ করলেন স্টিভ স্মিথ, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংকে।
৯) ভারত-ইংল্যান্ড ম্যাচে ক্যাপ্টেন হিসেবে সবেচেয়ে বেশি ফিফটি প্লাস রানের ইনিংস রুটের।
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.