ওয়েব ডেস্ক: ধোনি-কোহলিদের রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়িয়ে অস্ট্রেলিয়ায় চার দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। রবিবার ক্যুইন্সল্যান্ডে ফাইনালে অস্ট্রেলিয়া এ দলকে ৫৭ রানে কাপ জিতল মনীশ পান্ডের নেতৃত্বে খেলা ভারতীয় দল। এই টুর্নামেন্টে ভাল খেলে জাতীয় দলের লড়াইতে থাকলেন মনদীপ সিং, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেলের মত বেশ কয়েকজন। চোখ টানলেন সঞ্জু স্যামসনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে ব্যাট করে ভারতীয় এ দল নির্ধারিত ৫০ ওভারে করে ২৬৬ রান। ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার মনদীপ সিং। অধিনায়ক মনীশ পান্ডে করেন ৬১ রান। শেষের দিকে ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলের রানকে ২৫০ পাড় করান।


আরও পড়ুন- অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ কে হলেন জানেন?


জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এ দলের ইনিংস ৪৪.৫ ওভারে, ২০৯ রানেই গুটিয়ে যায়। যোগেন্দ্র চাহাল ৩৪ রানে ৪ উইকেট নেন। ধবল কুলকার্নি, করুন নায়ারা, অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। ফাইনালে ম্যাচের সেরা মনদীপ সিং।


আরও পড়ুন- অভিষেক টেস্টে তাঁর থেকে ভালো পারফরম্যান্স কোনও ভারতীয় পেসার করেনি!