অ্যান্ডারসনের আগুনের গতির সামনে অসহায় আত্মসমর্পন টিম ইন্ডিয়ার
১০৭ রানে অলআউট বিরাট অ্যান্ড কোং।
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত। ইংল্যান্ডে ফের গতির মুখে দাঁড়াতে পারল না বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ। বলা ভাল জেমস অ্যান্ডারসনের গতির সামনে বিধ্বস্ত ভারতীয়রা। এদিন ব্যর্থ হলেন বিরাট কোহলিও। ফলে দলের স্কোরকে টেনে তোলার মতো আর কেউ ছিলেন না। একের পর এক ব্যাটসম্যান উইকেট ছুড়ে দিয়ে এলেন। ১০৭ রানে অলআউট টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। এদিনও দেরি করে খেলা শুরু পরও শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে খেলা বিঘ্নিত হওয়ার আগেই অবশ্য ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। তারপর একের পর এক উইকেট পতন ভারতের। ৫ উইকেট তুলে ভারতের ব্যাটিংয়ের পাঁজর ভেঙে দেন জেমস অ্যান্ডারসন।