Azlan shah cup 2019 : এশিয়ান গেমসে সোনা জয়ীদের হারিয়ে দিল ভারত
রবিবার পরবর্তী ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।
নিজস্ব প্রতিবেদন- এর থেকে ভাল শুরু বোধ হয় আর হতে পারত না। সুলতান আজলান শাহ কাপের প্রথম ম্যাচেই এশিয়ান গেমসে সোনা জয়ী জাপানকে হারিয়ে দিল ভারতীয় হকি দল। ম্যাচের ২৪ মিনিটের মাথায় বরুণ কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এর পর সিমরনজিত সিং ৫৫ মিনিটে আরেকটি দুর্দান্ত গোল করেন। অধিনায়ক মনপ্রিত সিংয়র দারুণ একখানা পাস থেকে গোল করে যান সিমরনজিত। প্রসঙ্গত, সুলতান আজলান শাহ কাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। আর এবারও শুরুটা ভাল হওয়ায় সমর্থকরা ভাল কিছু আশা করছেন।
আরও পড়ুন- IPL 2019 : আজ ধোনি বনাম কোহলি, জেনে নিন চেন্নাই-বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
রবিবার পরবর্তী ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। এর পর ২৬ মার্চ মালয়েশিয়া, ২৭ মার্চ কানাডা ও ২৯ মাচ্র পোল্যান্ডের বিরুদ্ধে খেলবে মনপ্রিত সিংয়ের দল। রাউন্ড রবিন লিগের সেরা দুই দল ৩০ মাচ্র ফাইনাল খেলবে। এদিন প্রথম কোয়ার্টারে গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই ম্যাচে আধিপত্য কায়েম করতে শুরু করে ভারত। এর পরই পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকে গোল করে যান বরুণ কুমার। মাঝমাঠে এদিন মনপ্রিত ও কোঠাজিত সিং নজর কেড়েছেন। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে ভারতের ফরোয়ার্ড লাইন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার পায় জাপান। কিন্তু ভারতীয় গোলকিপার শ্রীজেশ জাপানিদের আক্রমণ রুখে দেন।