IPL 2019 : আজ ধোনি বনাম কোহলি, জেনে নিন চেন্নাই-বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

একই দলে একাধিক তারকা। এটাই যেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Updated By: Mar 23, 2019, 05:25 PM IST
IPL 2019 : আজ ধোনি বনাম কোহলি, জেনে নিন চেন্নাই-বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদন- কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না এবার। সে জন্য উত্সাহে ঘাটতি রয়েছে বলা যাবে না। আসলে প্রথম ম্যাচটাই যেন আকর্ষমের কেন্দ্রবিন্দু। আজ শুরু হচ্ছে আইপিএল ২০১৯। প্রথম ম্যাচেই ধোনি বনাম কোহলি। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পর বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল, এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। যে অর্থ বাঁচবে তা তুলে দেওয়া হবে শহীদ পরিবারের সদস্যদের হাতে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন অনেকেই।

আরও পড়ুন-  IPL 2019 : কোটি কোটি টাকা...! জেনে নিন আইপিএলের প্রাইজ মানি কত

আইপিএলে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন চেন্নাই। গত এগারোবারের মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে ধোনির চেন্নাই। মুখের কথা নয় কিন্তু। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, দলগঠনে ভারসাম্য বজায় রাখাটাই চেন্নাইয়ের প্রধান শক্তি। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন বজায় রেখে প্রতিবার দলগঠন করে চেন্নাই। এদিকে প্রতিবারই হাইপ্রোফাইল টিম গড়েও এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায়নি বেঙ্গালুরু। গত ছয় বছর ধরে বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। কিন্তু এখনও পর্যন্ত দলকে ট্রফি জেতাতে পারেননি তিনি।

একই দলে একাধিক তারকা। এটাই যেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে দল সাজানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কারণ প্লেয়িং ইলেভেন গড়ার পর অনেক তারকা ক্রিকেটারকেই বসতে হয় ডাগ আউটে। এবার এই সমস্যা চেন্নাইয়ে। স্যাম বিলিংস, হরভজন সিং, মোহিত শর্মা, ইমরান তাহির, সাটনারদের মতো তারকাদের খেলার নিশ্চয়তা নেই। অন্যদিকে ব্যাঙ্গালুরুর অনেক তারকাকেও বাইরে বসতে হবে। তালিকায় রয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন আলি, ওয়াশিংটন সুন্দর, কাউন্টার নাইলদের নিয়মিত সুযোগ পাওয়ার আশা কম। আজ চেন্নাই বনাম বেঙ্গালুরুর ম্যাচের আগে জি ২৪ ঘণ্টা সম্ভাব্য একাদশ তুলে ধরার চেষ্টা করল।  

আরও পড়ুন-  IPL 2019 : অনলাইনে বুক করে নিন আইপিএলের টিকিট, কীভাবে জেনে নিন

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, এমএস ধোনি, কেদার যাদব, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, করণ শর্মা, শার্দুল ঠাকুর।

বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, ডিভিলিয়ার্স, সিমরন হেটমায়ার, মঈন আলি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ।

.