ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডকে রীতিমত দুরমুশ করে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। ইন্দোরে কিউইদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে একদিন বাকি থাকতেই ৩২১ রানে ম্যাচ জিতে নেয় কোহলিরা। টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অশ্বিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দোর টেস্টে নিউজিল্যান্ডকে ৩২১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। চেতেশ্বর পূজারার শতরানের সৌজন্যে চতুর্থ দিনে মধ্যাহ্ন ভোজের বিরতির পর তিন উইকেটে ২১৬ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।  টেস্টে অষ্টম শতরানটি পূরণ করে ১০১ রানে অপরাজিত থাকেন পূজারা। কামব্যাক টেস্টে অর্ধশতরান করে পূজারাকে যোগ্য সঙ্গত দেন গৌতম গম্ভীর।


জয়ের জন্য ৪৭৫ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ফের রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের ছোবলে ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ১৫৩ রানে। অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচে মোট ১৩টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন অশ্বিন। সিরিজে মোট ২৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন অশ্বিন।