টেস্ট খেলিয়ে সব দেশের বিরুদ্ধেই সিরিজ জিতে নজির গড়ল ভারত
ওয়েব ডেস্ক: ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে নয়া নজির গড়ল ভারত। সব কটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে প্রতিটি রবার নিজেদের দখলে নিল টিম ইন্ডিয়া। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নয়টি দেশের বিরুদ্ধে টেস্ট ট্রফি জিতে নজির গড়েছিল। এবার সেই নজির গড়ল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত টানা সাতটি দেশের বিরুদ্ধে টেস্ট জয়ের নজির গড়ল। আর তার আগে দুহাজার পাঁচ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলির ভারত টেস্ট সিরিজ জিতে রবার ঘরে তুলেছিল। দুহাজার সাত সালে ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলের নেতৃত্বে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল। এরপর জিম্বাবোয়ে বোর্ডের অর্থনৈতিক কারন আর সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের জটিলতায় এদের বিরুদ্ধে আর টেস্ট খেলেনি ভারত। যার ফলে ধরমশালায় অসিদের হারানোর পর এক নজরে দেখে নেব ভারতের সেই রবার জয়ের পরিসংখ্যান।
৯ দেশের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়-
সাল | অধিনায়ক | বিপক্ষ | ফলাফল |
২০০৫ | সৌরভ গাঙ্গুলি | জিম্বাবোয়ে | ২-০ |
২০০৭ | অনিল কুম্বলে | পাকিস্তান | ১-০ |
২০১৫ | বিরাট কোহলি | শ্রীলঙ্কা | ২-১ |
২০১৫ | বিরাট কোহলি | দঃ আফ্রিকা | ৩-০ |
২০১৬ | বিরাট কোহলি | ওঃ ইন্ডিজ | ২-০ |
২০১৬ | বিরাট কোহলি | নিউজিল্যান্ড | ৩-০ |
২০১৬ | বিরাট কোহলি | ইংল্যান্ড | ৪-০ |
২০১৭ | বিরাট কোহলি | বাংলাদেশ | ১-০ |
২০১৭ | বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে | অস্ট্রেলিয়া | ২-১ |
এই মূহুর্তে টেস্ট তালিকায়ও শীর্ষে থেকে আইসিসির সাত কোটি টাকা পুরস্কারও নিশ্চিত করে ফেলেছে ভারত। কোহলিদের পরবর্তী চ্যালেঞ্জ বিদেশের মাটিতে নিজেদের সাফল্য অব্যাহত রেখে শীর্ষ স্থান ধরে রাখা।