ভারত- ২৪২, ৯০/৬
নিউ জিল্যান্ড- ২৩৫

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন : হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে এবার বিরাট কোহলিদের মাথার উপর। মহম্মদ শামি ও জসপ্রিত বুমরার দাপটে ক্রাইস্ট চার্চ টেস্টে নিউ জিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে বেঁধে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু তাতে খুব একটা লাভ হল না। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যহত। মাত্র ৯০ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে কোহলির দল। শামি ও বুমরার লড়াই যেন মাঠে মারা পড়ল।


দ্বিতীয় দিনের শেষে ৯৭ রানের লিড পেয়েছে ভারতীয় দল। হাতে আর মাত্র চার উইকেট। ফলে দ্বিতীয় ইনিংসে যে ভারতের ইনিংস ফপের কম রানেই শেষ হবে তা আন্দাজ করাই যাচ্ছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বোলারদের কাঁধে গুরুদায়িত্ব থাকবে। তবে ঘরের মাঠে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা কম। টি-২০ সিরিজের পর ভারতীয় দলের দুঃসময় চলছে যেন। ওয়ান ডে এবং টেস্ট সিরিজে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্ল্যাক ক্যাপস-রা। হ্যাগলি ওভালে শামি, বুমরা, জাদেজারা নিজের দায়িত্ব পালন করলেন। কিন্তু ব্যাটসম্যানদের পারফরম্যান্স আরও একবার দুশ্চিন্তার কারণ হয়ে উঠল।


আরও পড়ুন-  রঞ্জি সেমিফাইনালে ব্যর্থ বাংলার টপ অর্ডার, ফের ভরসা দিচ্ছে অনুষ্টুপের ব্যাট


টেস্ট সিরিজে নিউ জিল্যান্ডের নতুন আবিষ্কার কাইল জেমিসন। ছয় ফুট আট ইঞ্চির পেসার একাই ভারতীয় ব্যাটিং লাইনের কোমর ভেঙে দিয়েছিলেন। এর পর ব্যাট হাতে নেমেও তিনিই যেন তারকা। শেষের দিকে নেমে জেমিসন করলেন ৪৯ রান। যার মধ্যে বাউন্ডারি রয়েছে সাতটি। শামি, বুমরার দাপটে শুরু থেকেই ধুঁকছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু শেষমেশ জেমিসন দলকে লড়াই করার মতো জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। পর পর দুই ইনিংসে ব্যর্থ ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। আরেক ওপেনার পৃথ্বী শ প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। পুজারা, কোহলি, রাহানের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরাও রান পেলেন না। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন।