নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা তিনি সবসময় উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এই প্রথম ধোনি ছাড়া কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত!


এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। পাঁচটি ইনিংসে তিনি রান করেছিলেন ৩১৭। অধিনায়ক হিসাবে সবসময় জ্বলে উঠেছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও সেটাই করে দেখাতে মরিয়া রোহিত। দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা তিনি সবসমই উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খলিল আহমেদ, ক্রুণাল পাণ্ডিয়ার মতো বেশ কিছু নতুন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দলগঠন করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।



তরুণ ক্রিকেটাররা সুযোগকে পুরো মাত্রায় কাজে লাগাবেন বলে আশাবাদী রোহিত।