নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও হার ভারতের। সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া বিরাট কোহলিদের। ভারতের ডু অর ডাই ম্যাচেও আধিপত্য দেখাল ক্যাঙ্গারুরা। দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হারল টিম ইন্ডিয়া। টানা দুটি ওয়ান ডে হেরে এবার হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে কোহলিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন মাঠেই প্রেম নিবেদন



দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। বুমরা, সামি, সাইনিদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন ম্যাক্সওয়েল-স্মিথরা। এদিনও শতরান করলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টানা ৩টি ম্যাচে শতরানের নজির গড়লেন স্টিভ স্মিথ। ১০৪ রান করেন স্মিথ। ওয়ার্নার ৮৩ এবং ফিঞ্চ ৬০ রান করেন। মার্নাস লাবুশানে করেন ৭০ রান। ২৯ বলে ৬৩ রানের ধুন্ধুমার ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান এবং ময়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত। ৩০ রান করেন ধাওয়ান। ময়াঙ্ক আগারওয়াল করেন ২৮ রান। শ্রেয়স আইয়ার আউট হন ৩৮ রানে। অধিনায়ক বিরাট কোহলি আর সহ অধিনায়ক লোকেশ রাহুল ভারতের স্কোরবোর্ডকে সচল রাখার চেষ্টা করেন। তবে শেষরক্ষা করতে পারলেন না কোহলি-রাহুল জুটি। ৮৯ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। লোকেশ রাহুল আউট হন ৭৬ রানে। হার্দিক পান্ডিয়া ২৮, রবীন্দ্র জাদেজা ২৪ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স।



সেই বোলিং ব্যর্থতা আর টপ অর্ডারের দুর্বলতাতেই সিরিজ হাতছাড়া করল টিম ইন্ডিয়া। বুধবার মানুকা ওভালে সিরিজের শেষ একদিনের ম্যাচ। নিয়মরক্ষার ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই কোহলিদের।