ওয়েব ডেস্ক: স্বপ্নভঙ্গ। মেয়েদের হাতের জোরে বিশ্বসেরা ভারত একটুর জন্য হওয়া হল না। ইংল্যান্ডের মাটিতে ফাইনালে ইংরেজদেরকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন প্রায় হয়ে গিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসেই তরী ডুবল। এদিন লর্ডসে টস জিতে প্রথম ব্যাট করে ইংল্যান্ড। ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ২২৮ রান তোলে ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি রান করেন স্কাইভার। তিনি করেন ৫১ রান। ৪৫ রান করেন টেলর। ২৪ এবং ২৩ রান করেন যথাক্রমে দুই ওপেনার উইনফিল্ড এবং বেমন্ট। শেষ দিকে ৩৪ রানের ইনিংস খেলেন ব্রান্ট। দুর্দান্ত বল করেন ঝুলন গোস্বামী। ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ টে মেডেন ওভার নিয়ে নেন তিন উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন টস জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড, ভাল বল করছে ভারত


জবাবে ব্যাট করতে নেমে ৯ রান দূরে থেমে যায় ভারতের ইনিংস। ওপেনার রাউত করেন ৮৬ রান। মান্ধানা অবশ্য এদিন ০ রানেই আউট হয়ে যান। অধিনায়ক মিতালি রাজ করেন ১৭ রান। হরমনপ্রিত কাউর করেন ৫১ রান। কৃষ্ণমূর্তি খেলেন ৩৫ রানের ইনিংস। এরপরেই ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ৯ রানে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।


আরও পড়ুন  বিশ্বকাপ ফাইনালের আগে মেয়েদের দল নিয়ে গম্ভীর কী বলেছেন শুনেছেন?