ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। ঘানার কাছে ৪-০ গোলে হারল মাতোস ব্রিগেড। গ্রুপ এ থেকে নক আউটে পৌঁছল ঘানা ও কলম্বিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রুপ লিগের শেষ ম্যাচটা তেমন সুখকর হল না। কলম্বিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর অমরজিত্, আনোয়ারদের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। ঘানাকে হারাতে পারলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভবনা ছিল। কিন্তু ঘানার ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও গতির কাছে এঁটে উঠতে পারলেন না ভারতীয় ফুটবলাররা। প্রথমার্ধে অধিনায়ক আইয়ার গোলে এগিয়ে যায় ঘানা। দ্বিতীয়ার্ধে ভারতীয় ফুটবলারদের নিয়ে তারা ছেলেখেলা করে। দ্বিতীয়ার্ধে তিনটে গোল করে ঘানা। সবমিলিয়ে চারটি গোল। গোলদাতারা হলেন আইয়া, ড্যানসো ও টোকু। 


বিশ্বকাপে তিনটে ম্যাচ থেকে একটাও পয়েন্ট না পেয়েই বিদায় নিল ভারত। তবে ধীরজ, আনোয়রার যে লম্বা রেসের ঘোড়া, তা বুঝিয়ে দিলেন।    


আরও পড়ুন, যুব বিশ্বকাপের মধ্যেই বেজে গেল আইলিগের দামামা