নিজস্ব প্রতিবেদন : বিরাট কোহলির টসে হারার ধারা অব্যহত। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতলেন নিউ জিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। এমনিতেই ব্যাটিং উইকেট। তার উপর ম্যাঞ্চেস্টারের আকাশ মেঘলা। তাই টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে ভুল করলেন না কেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে ভারতকে, দেশে ফিরেই বললেন পাক অধিনায়ক



ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের বদলে দলে এলেন যুজবেন্দ্র চাহাল। অর্থাত, আজ কিউয়িদের বিরুদ্ধে তিন পেসার ও দুই স্পিনারে খেলবে ভারত। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও বুমরা পেস বিভাগে। জাদেজা ও চাহাল স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন।  নিউ জিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দিলেন জসপ্রিত বুমরা। মার্টিন গাপটিলকে এক রানে ফেরালেন বুমরাহ। দুরন্ত ক্যাচ ধরলেন কোহলি। দ্বিতীয় শিকার জাদেজার। নিকলসকে (২৮) বোল্ড করলেন তিনি। এর পর নিউ জিল্যান্ডের ইনিংস টানছিলেন অধিনায়ক উইলিয়ামসন। কিন্তু তিনি যেন টেস্টের মতো ইনিংস খেললেন। ৯৫ বলে ৬৭ রান করে আউট হলেন তিনি। চাহাল ফেরালেন তাঁকে। নিউ জিল্যান্ড ৪৬.১ ওভারে ২১১/৫। ম্যাঞ্চেস্টারে আপাতত বৃশ্টির জন্য খেলা বন্ধ।