নিদহাস ট্রফি জিততে ভারতের টার্গেট ১৬৭ রান
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি নিদহাস ট্রফি জিততে টিম ইন্ডিয়ার সামনে টার্গেট ১৬৭ রানের। ওভার প্রতি ৮.৩৫ রান প্রয়োজন ভারতের।
নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি নিদহাস ট্রফি জিততে টিম ইন্ডিয়ার সামনে টার্গেট ১৬৭ রানের। ওভার প্রতি ৮.৩৫ রান প্রয়োজন ভারতের।
রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস শুরুটা বেশ ভালই করেছিলেন। তামিম ১৫ এবং লিটন ১১ রান করেন। কিন্তু যুজবেন্দ্র চাহলের দুরন্ত বোলিংয়ে পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় টাইগাররা। সাব্বির রহমানের ৫০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টিতে কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ স্কোর। আগের ম্যাচের নায়ক মাহমুদুল্লা ২১ রান করে আউট হলেন। ১৯ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান।
১৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহল। ৩৩ রান দিয়ে ২ উইকেট নিলেন জয়দেব উনাদকাট।