ভারত-৩১৬, ৯/০ (চলছে)।
নিউজিল্যান্ড- ২০৪

 
ওয়েব ডেস্ক: ইডেন টেস্ট চালকের আসনে ভারত। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ৭৬ রান যোগ করার পর নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২০৪ রানে। মানে প্রথম ইনিংসে লিড দাঁড়াল ১১২ রান। ইডেনর পিচ যেরকম আচরণ করছে তাতে ১১২ রানের লিডটাকে যথেষ্ট বলা যায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভূবনেশ্বর কুমার, তিনটে মহম্মদ সামি, একটা করে উইকেট নিলেন অশ্বিন ও জাদেজা।


আরও পড়ুন- রাহানের ২ কানেকশন, শুনলে অবাক হবেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বিতীয় ইনিংসে ২৭৫-৩০০ রান করতে পারলেই কিউইদের কাছে ম্যাচ প্রায় ধরাছোঁয়া বাইরে চলে যাবে। সেক্ষেত্রে ইন্দোরে পরের টেস্ট খেলতে নামার আগে সিরিজ পকেটে পুড়ে ফেলবেন বিরাট কোহলিরা।


আরও পড়ুন- টেস্ট খেলে ভারতীয় ক্রিকেটাররা এখন কত টাকা পাবেন?


বাকি দুটো দিনের চেয়ে রবিরারের ইডেন কিছুটা জমল। তবে স্টেজিয়াম ভরল না। ভারত ব্যাট করতে নামার সময় অবশ্য কিছুটা লোক হল। খিদিরপুর, হেস্টিংসে সকালের দিকে বৃষ্টি হলেও লাগোয়া ইডেনে কিন্তু বৃষ্টি হল না।