ভারত- ৪৫৫, ২০৪।। ইংল্যান্ড-২৫৫


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: দুই ইনিংসে শতরান করা হল না বিরাট কোহলির। বিশাখাপত্তনাম টেস্টের চতুর্থ দিনে ভারত বেশী রান যোগ করতে পারল না ঠিকই, তবে পিচই বলে দিচ্ছে অশ্বিন-জয়ন্তদের জন্য এই পুঁজিতেই জয়ের লাভ তুলতে কষ্ট হওয়ার কথা নয়।  


আরও পড়ুন- খেলার সব খবর


রসিদের বলে খোঁচা দিয়ে ৮১ রানে আউট হয়ে যান কোহলি। তবে বোলারের থেকে স্লিপে দাঁড়িয়ে তত্‍পরতার সঙ্গে স্টোকসের দুরন্ত ক্যাচটাই  বেশী কৃতিত্ব দাবি করে। কোহলি, আর শেষের দিকে জয়ন্ত যাদব (২৭ অপ) ছাড়া আর কেউ লড়াই করতে পারলেন না। রাহানে (৭), ঋদ্ধিমান (২), জাদেজা (১৪)-রা একটু লড়াই করলেও রানটা কুকদের আরও ধরাছোঁয়ার বাইরে চলে যেত। ব্রড ও রসিদ নিলেন ৪টি করে উইকেট। অ্যান্ডারসন ও মইন আলি ১টি করে উইকেট নন।


সব মিলিয়ে, অশ্বিনদের মঞ্চ প্রস্তুত। শেষের দিকে রসিদ যেভাবে বল ঘোরালেন তাতে অশ্বিন হয়তো ভাবছেন...।