ওয়েব ডেস্ক:  ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ নিয়ে উদ্যোগী হল দুদেশের ক্রিকেট বোর্ড। জানা গেছে আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দিতে গিয়ে এডিনবরায় পিসিবি চেযারম্যান শাহরিয়ার খান আলাদাভাবে কথা বলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের সঙ্গে।সেখানে শাহরিয়ার খান প্রস্তাব দিয়েছেন ভারতের হোম সিরিজ পাকিস্তান ভারতে এসেই খেলবে। আর পাকিস্তানের হোম সিরিজ বিসিসিআই নিরপেক্ষ ভেনুতে খেললে তাদের কোনও সমস্যা নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  হেলসের সর্বকালের সেরা দলে ঠাঁই পেলেন না সচিন তেন্ডুলকর!


কিন্তু তারা চান সিরিজটা চালু হোক। তা না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে পাক ক্রিকেট বোর্ড। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও মনে করেন এই সিরিজ চালুর স্বার্থে দুদেশের সরকারের সঙ্গে তাদের কথা বলা উচিত।


আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM