ওয়েব ডেস্ক: পাকিস্তানের দাবি মেনে ভারত-পাক টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ধরমশালা থেকে সরল ইডেন গার্ডেন্সে। পাকিস্তানের ধরমশালায় খেলতে আপত্তি জানানোতে বিসিসিআই, আইসিসির কাছে সমাধান চেয়ে মেইল করেছিল। জরুরী বৈঠক করে আইসিসি, বিসিসিআইকে জানিয়ে দেয় পাকিস্তানের দাবি মেনে ম্যাচ ইডেনে স্থানান্তরিত করা হোক। এর পরই বোর্ডের তরফ থেকে সিএবিকে ১৯ মার্চ ভারত-পাক ম্যাচ আয়োজন করতে বলা হয়।


ধরমশালায় টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে যে রাজনৈতিক খেলা হল তাতে ক্ষুব্ধ বিসিসিআই । বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের দাবি হিমাচল প্রদেশ সরকারের ম্যাচ করা নিয়ে বিরোধিতায় ক্রিকেট বিশ্বে নেতিবাচক বার্তা গেল ।