আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ২৫৯/৪
ভারত অনূর্ধ্ব-১৯: ২৬২/৬
ভারত অনূর্ধ্ব-১৯ চার উইকেটে জয়ী (১০ বল হাতে রেখে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ে দুরন্ত ক্রিকেট খেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (Under-19 Asia Cup) শেষ চারে টিম ইন্ডিয়া। সোমবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে যশ ধুলের টিম পৌঁছে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শো-পিস ইভেন্টের সেমিতে। এরপর ভারত খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত ম্যাচের জয়ী টিমের বিরুদ্ধে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের এই দুই প্রতিবেশী রাষ্ট্র।


এদিন টস জিতে যশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সুলেমান সফির দলকে। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে। ব্যাট হাতে অবদান রাখেন চারে নামা ক্যাপ্টেন সফি। ৮৬ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। পাঁচে নামা ইজাজ আহমেদ আমাদজাই অপরাজিত থাকেন ৬৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে। রান তাড়া করতে নেমে ভারত দলগত প্রয়াসে অনায়াসে এই ম্যাচ বার করে আনে।


আরও পড়ুন: Sachin Tendulkar: অভিষেকেই সচিনের মুখে! ভেবেই কেঁপে গেছিলেন কিংবদন্তি প্রোটিয়া পেসার



ওপেনার হরনুর সিং ৭৪ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপর ছয়ে নামা রাজ বাওয়া ৫৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ের মঞ্চ প্রস্তুত করে দেন। শেষে আটে নামা কৌশল তাম্বের হাত থেকে আসে ২৯ বলে ৩৫ রান। এক ওভার চার বল বাকি থাকতেই ভারত শেষ চারের টিকিট পাকা করে নেয়। এশিয়া কাপে খেলার আগে যশ অ্যান্ড কোং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শিবির করেছিল। সেখানে রোহিত শর্মাকে তাঁরা শিক্ষকের ভূমিকায় পেয়েছিলেন। 'হিটম্যান' যশদের ক্লাস নিয়েছিলেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Gha