নিজস্ব প্রতিনিধি : ওপেনিং জুটি পারফর্ম করতে ব্যর্থ। যার জেরে বাংলাদেশের সামনে বেশ কম রানের লক্ষ্যমাত্রা রাখল ভারতীয় মেয়েরা। মাত্র ১১২ রান হাতে নিয়ে এশিয়া কাপ খেতাব জয়ের লড়াই করছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একদিনের ক্রিকেটে ৪৯০ রান করে বিশ্বরেকর্ড


বাংলাদেশের সামনে সোনার সুযোগ। এর আগে কখনও তারা এশিয়া কাপ জেতেনি। এবার সেই সুযোগ তাদের সামনে। কুায়ালালমপুরে এশিয়া কাপের ফাইনালে ভারতের শুরুটা তেমন ভাল হল না। এখন দেখার বাংলাদেশের মেয়েরা সেই সুযোগ নিতে পারে কি না।


আরও পড়ুন- ডান কানে আঘাত পেলেন বিরাট কোহলি!


মিতালি রাজ রান পাননি (১১)। ব্যাট হাতে ব্যর্থ স্মৃতি মন্ধনাও (৭)। ভারতের দুই ভরসাযোগ্য ব্যাটসম্যান এদিন শুরুটা ভাল করতে পারেননি। তবে এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্য়ান্স করছেন হরমনপ্রিত্ কউর। পাকিস্তানের বিরুদ্ধে ধৈর্যশীল ইনিংসের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। হরমনপ্রিত্ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান এদিন রান করতে পারেননি। ২০ ওভার ভারত তোলে ১১২/৯। বাংলাদেশ ব্যাট করতে নেমে সাত ওভারে আপাতত ৩৫ রান তুলেছে। দুই উইকেট খুইয়ে।