ও.ইন্ডিজ- ১৯৬, ৪৮/৪।। ভারত-৫০০/৯ (ডি)
ও.ইন্ডিজ এখনও ২৫৬ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: জিততে চাই আর ৬টা উইকেট। মার্লন স্যামুয়েলস, ডারেন ব্রাভো, কার্লোস ব্রেথওয়েটও ফিরে গিয়েছেন। জয় শুধু সময়ের অপেক্ষা। এমটাই বলা যেতো। কিন্তু জামাইকা টেস্ট জিতে সিরিজ ২-০ করার মাঝে একমাত্র প্রতিবন্ধকতা বৃষ্টি। জামাইকার হাওয়া অফিসের সব পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি চলছেই। আজও জামাইকা থেকে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তবে আশার খবর জামাইকায় দুপুরের পর থেকে ফের হাসবে প্রকৃতি। ভারতীয় শিবির মনে করছে ৪০ ওভার বল করার সুযোগ পাওয়া গেলেই বাকি ছয় ক্যারিবিয়ান উইকেট পেতে অসুবিধা হবে না।


আরও পড়ুন- মার্কিন মুলুকেই হবে ভারত-ও.ইন্ডিজের দুটি টি২০ ম্যাচ


অশ্বিনকে বল করতে পাঠানোর আগেই চার উইকেট এসে গিয়েছে। ইশান্ত, সামি, মিশ্র। তিন বোলারের সাঁড়াশি চাপে ১৫ ওভারে ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ও.ইন্ডিজ। সামি নিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উইকটে। চোট পেয়ে ফিরে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে অনেক সময়ই ছন্দ হারান বোলাররা। কিন্তু সামি যেন চোট পেয়ে ফিরে এসে ছন্দ আরও পেয়ে গিয়েছেন। 


আরও পড়ুন-শুধু সেঞ্চুরি নয়, রাহানের ধারাবাহিকতার বিরল দৃষ্টান্ত!