ওয়েব ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের গোলের বন্যা ভারতের। রাউন্ড রবিন লিগের ম্যাচে চিনকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। ভারতই এখন পয়েন্ট তালিকায় সবার আগে। পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর এদিন চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। চিনকে কার্যত নাকানিচোবানি খাওয়ালেন ভারতীয় খেলোয়াড়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একদিনের সিরিজের তিন ম্যাচের মধ্যে দু'দলের একজন ক্রিকেটারই 0 রান করেছেন!


হাফ টাইমে ভারত ৪-০ গোলে এগিয়ে ছিল। আকাশদীপ সিং, জসজিত্‍ সিং দুটি করে ও আফফান ইউসুফ, রুপিন্দার পাল, ললিত উপাধ্যায়, দেবেন্দর বাল্মিকী একটি করে গোল করেন। আগামিকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নামছে ভারত। কালই ঠিক হয়ে যাবে সেমিফাইনালে ভারতের সামনে কে।


আরও পড়ুন- খেলার আরও খবর


প্রতিযোগিতার প্রথম ম্যাচে জাপানকে ১০-২ গোলে হারিয়েছিল ভারত।