Asian Champions Trophy 2023: `চক দে ইন্ডিয়া`, জাপানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ভারত
শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: লিগের ম্যাচে যে জাপানের কাছে আটকে গিয়েছিল, সেমিফাইনালে সেই জাপানকেই গোলের মালা পরাল ভারত! প্রতিপক্ষকে আর কোনও সুযোগই দিলেন না হরমনপ্রীত সিংহেরা। খেলার ফল ৫-০। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।
আরও পড়ুন: EXPLAINED | Ambati Rayudu: ভারত ছেড়ে লারার দেশে যেতে চাইছেন! বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় তারকা
দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার। কিন্তু তাও ম্যাচের প্রথম ১৫ মিনিটে জাপানের রক্ষণ ভাঙতে পারেনি ভারতীয় দল। প্রথম থেকেই অবশ্য আগ্রাসী মেজাজে খেলছিলেন ভারতের হকি খেলোয়াড়রা। আক্রমণ তুলে আনছিলেন একের এক এক। অভাবে শেষ হয়ে যায় প্রথম কোয়ার্টার। গোল করতে পারেনি কোনও দলই।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় ভারত। ২০ মিনিটে আসে গোল। দলকে এগিয়ে দেন আকাশদীপ। ব্যবধান মাত্র ২ মিনিটের। ফের গোল! পেনাল্টি কর্নার থেকে দূরন্ত গোল করে অধিনায়ক হরমনপ্রীত। আর ম্যাচে ফিরতে পারেনি জাপান। বরং ২৯ মিনিট, ৩৮ মিনিট ও ৫১ মিনিটে আরও তিন গোল করে ভারত।
এর আগে, ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত। জোড়া গোল করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। খেলার ফল ছিল ৪-০। সেই ম্যাচে যে শেষ করেছিলেন, এদিন কার্যত সেই মেজাজেই খেলা শুরু করেন হরমনপ্রীত সিংহেরা। গোটা ম্যাচে রাশ আলগা হতে দেননি কখনও।