2036 Olympics In India: এবার ভারতে অলিম্পিক্স! চলে এল বিরাট আপডেট, স্বপ্ন দেখা শুরু...
Olympic And Paralympic Games In 2036: ১২ বছর পর ভারতে হচ্ছে `গ্রেটেস্ট শো অন আর্থ` ! চলে এল বিরাট আপডেট...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৫ অগাস্ট, দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে (78th Independence Day) লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী (PM Modi)। প্য়ারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশ নেওয়া ১১৭ জন অ্য়াথলিটও উপস্থিত ছিলেন লালকেল্লার সামনে। ভারত প্য়ারিস থেকে হাফ ডজন পদক নিয়ে দেশে ফিরেছে এবার। নীরজ চোপড়া (Neeraj Chopra) ও মনু ভাকেররা (Manu Bhaker) নজর কেড়েছিলেন ফ্রান্সের রাজধানীতে। নীরজদের সাধুবাদ জানানোর পাশাপাশি মোদী সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ভারত ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: 'গ্রেটেস্ট শো অন আর্থ' হবে ভারতে? লালকেল্লায় সাফ উত্তর মোদীর
মঙ্গলবার অলিম্পিক্স নিয়েই চলে এল বিরাট আপডেট। অলিম্পিক্স আয়োজনে আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চিঠি দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে, ভারত ২০৩৬ সালে অলিম্পিক্স ও প্য়ারালিম্পিক্স আয়োজন করতে চায়। এমনটাই খবর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক সূত্রে। সংবাদসংস্থা আইএএনএস- এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, '২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স গেমস আয়োজনের স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিকেই একধাপ এগিয়ে গেল ভারত। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সারা দেশে যুব ক্ষমতায়নকে উত্সাহিত করতে পারে এই উদ্য়োগ।'
লালকেল্লায় দাঁড়িয়ে সেদিন মোদী বলেছিলেন, 'ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে। দেশ জুড়ে ২০০-র উপর ইভেন্ট হয়েছে। এটা প্রমাণ করে দেয় যে, বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা ভারতের আছে। এখন ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করা। আমরা তার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।' ২০২৮ অলিম্পিক্স হবে মার্কিন মুলুকে। এবার দেখার ভারতে 'গ্রেটেস্ট শো অন আর্থ' হয় কিনা! মোদী যখন বলে দিলেন, তখন ধরে নেওয়াই যায় যে, ভারতই মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে।
আরও পড়ুন: 'ও কাউকে ডরায় না, আমরাই খুব ভয়ে ছিলাম'! ১৫ শিকারের পরেও এই ভারতীয়র আতঙ্কে আজাজ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)