নিজস্ব প্রতিবেদন :  চিন, জর্ডনের পর এবার এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ভারত ওমানের বিরুদ্ধে খেলবে। চলতি বছরের শেষেই ওমানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মহড়ায় নামবে স্টিফেন কনস্টানটাইনের। আগামী ২৭ ডিসেম্বর আবু ধাবিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওমানের মুখোমুখি হবে সুনীল ছেত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বকাপের বদলা ডেভিস কাপে নিল ক্রোয়েশিয়া


চিনকে তাদের ডেরায় গিয়ে আটকে দেওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জর্ডনের কাছে হারতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। এশিয়ান কাপের আগে জাতীয় দল যাতে আরও বেশি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অবশেষে লক্ষ্যপূরণে সফল তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারতের চেয়ে ১৩ ধাপ এগিয়ে রয়েছে ওমান। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটা ম্যাচ আয়োজন করতে পেরে খুশি ফেডারেশন সচিব কুশল দাসও। ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে রাজি হওয়ায় ওমান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।



 



ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নিয়ে খুশি জাতীয় দলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনও। এশিয়ান কাপে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ। কনস্টানটাইন বলেন, "ওমান প্রতিপক্ষ হিসেবে বাহরিন কিংবা সংযুক্ত আরব আমিরশাহির মতোই। তাই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলতে পারায় উপকৃত হবে ছেলেরা।"