করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া, দেখে নিন সূচি
ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে আজই যৌথ চুক্তি স্বাক্ষর করল ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল শেষ হলেই দু'মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। আমিরশাহি থেকেই সরাসরি অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন বিরাট কোহলিরা। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া।
ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে আজই যৌথ চুক্তি স্বাক্ষর করল ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এমনকি অস্ট্রেলিয়া সফর নিয়ে সে দেশের প্রশাসন সূত্রে সবুজ সংকেত মিলেছে। করোনা সংক্রমণ রুখতে ক্রিকেটাররা অস্ট্রেলিয়া পৌঁছানোর পর জৈব সুরক্ষার মধ্যে থাকবেন। আমিরশাহিতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল খেলছেন ক্রিকেটাররা। এরপর অস্ট্রেলিয়া পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটানোর পর সিডনিতে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা।
নভেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। একনজরে দেখে নিন সূচি-
প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অ্যাডিলেড ওভালে। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হবে। ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে। যদি একান্তই অনুমতি না মেলে তাহলে সেক্ষেত্রে অ্যাডিলেডেই হবে দ্বিতীয় টেস্ট। ২০২১ সালের ৭ থেকে ১১ জানুয়ারি তৃতীয় টেস্ট হবে সিডনিতে। আর চতুর্থ তথা সিরিজের শেষ টেস্ট হবে ব্রিসবেনে ১৫ জানুয়ারি থেকে।
আরও পড়ুন -সাবধানী সৌরভ! এবার বাড়িতেই পুজো কাটাবেন মহারাজ