ওয়েব ডেস্ক: ২০১৫ অগাস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ৯ জুলাই, শুক্রবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যৌথভাবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের সিডিউল ঘোষণা করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সিরিজ শুরু হবে ৩টি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে। ভারতীয় দল শ্রীলঙ্কার চেয়ারম্যান একাদশের সঙ্গে এই ৩টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। এরপর শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এই সিরিজে কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ রাখা হয়নি। ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে ৩টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথমটি হবে গালে স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তামিল ইউনিয়ন ওভাল স্টেডিয়ামে। এসএসসি কলম্বো স্টেডিয়ামে খেলা হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। 


ভারত ৩ অগাস্ট কলম্বো পৌঁছবে। সফর শেষ করে ভারতীয় দল দেশে ফিরবে ২ সেপ্টেম্বর। 


এরপর ২০১৬ জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে এই সিরিজে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ।