জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই প্রতীক্ষার অবসান। অজিভূমে অ্যাসিড টেস্ট ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজের বোধনে প্য়াট কামিন্স ও জসপ্রীত বুমরা। ২২ নভেম্বর থেকে পারথে শুভারম্ভ ইন্দো-অজি মহাযুদ্ধের (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ (BGT)। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধ দেখার সব রাস্তা জেনে নিন এই প্রতিবেদেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট টিভিতে কোন চ্য়ানেল সম্প্রচার করবে?
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট টিভিতে Star Sports (সাবস্ক্রিপশন প্রয়োজন) ও DD Sports (ফ্রি-টু-এয়ার) দেখাবে


ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট অনলাইনে কীভাবে স্ট্রিম করে দেখা যাবে?
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট অনলাইনে স্ট্রিমিং করবে Disney+Hotstar (অ্যাপ এবং ওয়েবসাইট)


আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা, ছিটকেই গেলেন ভারতীয় তারকা! চলে এল বুক কাঁপানো আপডেট


ভারতের থেকে অস্ট্রেলিয়ার সময়ে ৫ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে। ফলে জেনে নিন সেশন ধরে ধরে ভারতীয় সময়ে কখন কী।


প্রথম সেশন: সকাল ৭.৫০ থেকে ৯. ৫০ মিনিট
এরপর লাঞ্চ ব্রেক ৪০ মিনিটের
দ্বিতীয় সেশন: সকাল ১০.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট
এরপর চা ব্রেক ২০ মিনিটের 
তৃতীয় সেশন: দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ২.৫০ মিনিট
(ফাইনাল সেশনের ভিতর যদি ৯০ মিনিটের কোটা পূরণ না হয়, তাহলে সেই সেশন চলবে বিকেল ৩.২০ মিনিট
পর্যন্ত)

 
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।     


অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, আলেক্স ক্যারে, জোশ হ্য়াজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্য়াথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।  


আরও পড়ুন: হারানো গদি ছিনিয়ে মসনদে ফের হার্দিক, সতীর্থের কাছেই চেকমেট সূর্যকুমার!



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)