নিজস্ব প্রতিদেবন: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি ২০ ম্যাচ। ইতিমধ্যেই ৩ ম্যাচের সিরিজে একটি করে ম্যাচ জিতেছিল দুদল। ফলে এই ম্যাচ দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচ বাতিল হয়ে ‌যাওয়ায় সিরিজ ড্র হয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারিয়ে দেয় ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বীকার করে টিম ইন্ডিয়া। ফলে এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।


শুক্রবার সকালে কোনও বৃষ্টি হয়নি হায়দরাবাদে। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশ্য ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছিল হায়দরাবাদ। ফলে আউটফিল্ট ছিল বেশ ভিজে। বল পড়ে তা বাউন্স হচ্ছিল না। জায়গায় জায়গায় মাঠের এমন অবস্থা দাঁড়ায় ‌যে তা খেলার উপ‌যুক্ত ছিল না।


সন্ধ্যা ছটায় আউটফিল্ড দেখে টস করতে চাননি আম্পায়ররা। ঠিক হয় আরও এক ঘণ্টা অপেক্ষা করা হবে। সাতটা নাগাদ মাঠ দেখতে নামেন দুই আম্পরায়ার। তাঁদের সঙ্গে আসেন কোহলি ও ওয়ার্নার। শেষপ‌র্যন্ত আটটার পরে খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।


আরও পড়ুন-আরএসএসে শর্টস পরা মহিলা নেই বলায় হকির খোঁচা রাহুলকে