ওয়েব ডেস্ক: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আপাতত চার ম্যাচের পর সিরিজ জেতা ভারত এগিয়ে রয়েছে ৩-১ ব্যবধানে। এক ঝলকে দেখে নিন, কী কী কারণে, রবিবারের ম্যাচ গুরুত্বপূর্ণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাণ্ডিয়া কি পাকাপাকি চার নম্বরেই? কী বললেন ক্যাপ্টেন কোহলি?


১) রবিবার ম্যাচ জিতলেই ৪-১ ব্যবধানে সিরিজ জিতবে ভারত। আর তাহলে ফের আইসিসি-র সেরা একদিনের দলের তালিকায় এক নম্বরে চলে আসবে ভারত।


২) নাগপুরে এর আগে চারটি একদিনের ম্যাচে খেলেছে ভারত। তার দুটোতেই তারা জয় পেয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর দুটো ম্যাচে ভারত হেরেছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কাছে।


৩) চেন্নাইয়ের মতোই নাগপুরের মাঠেও অনেক বড় বড় ইনিংস খেলার রেকর্ড রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাই রবিবারও ধোনি ধামাকা দেখা গেলে অবাক হবেন না।


৪) আর একটি সেঞ্চুরি পেলেই রিকি পন্টিংয়ের ৩০টি সেঞ্চুরির রেকর্ড টপকে যাবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।


৫) আর ৯২ রান করলেই একদিনের ক্রিকেটে ৬০০০ রান হয়ে যাবে রোহিত শর্মার।


৬) আর চারটি উইকেট পেলেই একদিনের ক্রিকেটে ১০০ উইকেট পাওয়া হয়ে যাবে অজি বোলার জেমস ফকনারের।


৭) আর তিনটি উইকেট পেলেই একদিনের ক্রিকেটে ৫০ টি উইকেট পাওয়া হয়ে যাবে হার্দিক পাণ্ডিয়ার।


আরও পড়ুন  ম্যাচ হেরে গেলেও রেকর্ড করলেন ক্যাপ্টেন কোহলি