নিজস্ব প্রতিবেদন: ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে হার বাঁচাল ভারত। দ্বিতীয় ইনিংসে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকে যান বাংলার ঋদ্ধিমান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ইনিংসে কঠিন সময়ে দলের হাল ধরেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্ক রাহানে, খেলেন ১১৭ রানের ঝকঝকে শতরান। পুজারাও করেন ৫৪। তবে প্রথম ইনিংসে ভারত ২৪৭ রানে থামলে জবাবে ৩০৬ রানে থামে অজিরা। ক্যামেরন গ্রীন ১২৫ রানে অপরাজিত থাকেন। উমেশ যাদব ও মহম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন।


আরও পড়ুন-এক কিডনিতে বিশ্ব মিটে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ  


জবাবে ব্যাট করতে নেমে ফের বিপাকে পড়ে ভারতীয় ব্যাটিং। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই ৩০ রানের গন্ডি পেরোতে পারেননি। ০ রানে আউট হন পূজারা, ২৮ করে ফেরৎ যান রাহানে। এরপরেই দলকে উদ্ধারের খেলা শুরু করেন ঋদ্ধিমান। ১০০ বলে ৫৪ রান করে নট আউট থাকেন তিনি, মারেন ৭টি বাউন্ডারি। ভারত ১৮৯ রানে ৯ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে।



অস্ট্রেলিয়া এ চতুর্থ ইনিংসে ৫২ রানে ১ উইকেটের সময় খেলা শেষ হয়। ১৭ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।



আরও পড়ুন- নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন টুপি