ওয়েব ডেস্ক: প্রথমে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে তিন ধরনের ক্রিকেটেই হোয়াইটওয়াশ করা। এরপর, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া। টিম ইন্ডিয়া ফের আইসিসি-র একদিনের ক্রিকেটে সেরা দলের তালিকায় শীর্ষস্থানে। আর এই জন্য মূলত ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের টপ থ্রি ব্যাটসম্যানকেই কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। সানির দাবি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা জুটি হোক অথবা রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে জুটি। এই জুটির সঙ্গে তিন নম্বরে নামা বিরাট কোহলি। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যান ক্রমে বিশ্বক্রিকেটের ত্রাস হয়ে উঠেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারত


একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে সুনীল গাভাসকর বলেছেন, 'চার থেকে সাত পর্যন্ত ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতেই পারে। হচ্ছেও। কিন্তু, ভারতীয় দলের শুরুর তিনজন ব্যাটসম্যান এখন বিশ্বক্রিকেটের ত্রাস। সেটা রোহিত-রাহানেই হোক অথবা, রোহিত-শিখর, এই জুটির সঙ্গে আবার বিরাট কোহলি! এই তিনজনই মূলত দলের মোট রানের সিংহভাগ তুলে দেয়। এই সিরিজে বিরাট হয়তো ওর নামের মতো বেশি রান পায়নি। কিন্তু, বিরাট ভরসা দিয়েছে যে, প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও, দলের দ্বিতীয় উইকেট খুব শীঘ্রই পড়বে না। তাই দলের চার নম্বর ব্যাটসম্যান মাঠে নামার সূযোগ পায় ৩০ থেকে ৪০ তম ওভার নাগাদ। খেলার জন্য তারা বেশি সময়ও পায় না।'


আরও পড়ুন  এক ঝলকে দেখে নিন সিরিজে বেশি রান করলেন কে, বেশি উইকেট পেলেন কে?