ওয়েব ডেস্ক:  শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বল হাতে নামবেন মহম্মদ সামি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সু‌যোগ পাননি সামি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যয়ী বাংলার পেসার। তাঁর দাবি, হোম অ্যাডভান্টেজ পাবে ভারতই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও অ্যারন ফিঞ্চদের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান রয়েছে বিপক্ষে দলে। তাতেও অবশ্য দমছেন না সামি। দলের সঙ্গে ‌যোগ দেওয়ার আগে অজিদের হঙ্কার দিলেন। সামির দাবি, পরিবেশ ও পিচ ভারতেরই অনুকূলে। দেশের মাটিতে কীভাবে বল করতে হয়, তা তিনি জানেন। 


অস্ট্রেলিয়া সামনে থাকলেও সামির মাথায় রঞ্জিও ঘোরাফেরা করছে। আন্তর্জাতিক ম্যাচের চাপে রঞ্জিতে আদৌ খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। তবে সামি আশাবাদী, রঞ্জিতে বাংলা ভাল ফল করবে।


আরও পড়‌ুন,