জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। পারথ এখন অতীত, আগামিকাল, ৬ ডিসেম্বর থেকে এবার অ্যাডিলেডে শুরু ইন্দো-অজি দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের খেলা। রইল অ্যাডিলেডে টেস্টের এ টু জেড, চিনুন 'গোলাপি স্বাদ' নেওয়ার সব রাস্তা 
 
অ্যাডিলেডে টেস্টের ভারতীয় সময়সূচি: সকাল ৯টায় টস। এর আধ ঘণ্টা পর শুরু খেলা। ৯.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশন। এরপর খেলা থামবে, টি-ব্রেক চলবে ১১.৩০ মিনিট থেকে ১২.১০ মিনিট পর্যন্ত। ফের খেলা শুরু। দ্বিতীয় সেশন চলবে ১২.১০ মিনিট থেকে ২.১০ মিনিট পর্যন্ত। তারপর আবার খেলা থাকবে। দুই দল সারবে নৈশভোজ। সময় বরাদ্দ ২.১০ মিনিট থেকে ২.৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট পর ফের শুরু হবে খেলা। এবার তৃতীয় ও দিনের শেষ সেশন। ২.৩০ মিনিট থেকে যা চলবে ৪.৩০ মিনিট পর্যন্ত। এরপর স্টাম্পস, দিন শেষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ২০ ওভারে ৩৪৯ রান! উড়ল ৩৭ ছয়, বিষ্যুত্‍বারে বিশ্বরেকর্ড ভারতেই...


অ্যাডিলেডে টেস্টে কোথায় কী ভাবে দেখা যাবে? অ্যাডিলেডে টেস্ট টিভি-তে সম্প্রচার করবে Star Sports Network, অনলাইনে সরাসরি সম্প্রচার করবে Disney+ Hotstar


ভারতের গোলাপি ইতিহাস মাত্র চার টেস্টের। ভারত প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলেছিল ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ইতিহাসের সাক্ষী ছিল ক্রিকেটের নন্দনকানন- ইডেন গার্ডেন্স। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় নজির গড়েছিলেন। বিরাট কোহলির ভারত মোমিনুল হকের বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে জিতেছিল। ২০২০ সালে এই অ্যাডিলেডেই ভারত দ্বিতীয় গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল ৮ উইকেটে। চারবছর আগে এই টেস্টেই ভারত অলআউট হয়েছিল মাত্র ৩৬ রানে। যা আজও  ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত তৃতীয়বার দিন-রাতের টেস্ট খেলেছিল। ইংরেজদের বিরুদ্ধে ভারত জেতে ১০ উইকেটে। ২০২২ সালে ভারত শেষবার খেলেছে গোলাপি বলে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতেছিল ২৩৮ রানে। দেখা যাক এবার কী হয়...


আরও পড়ুন:  দলের জন্যই সে 'নিঃস্বার্থ', বিরাট আত্মত্যাগ অধিনায়কের! জানলে দাঁড়িয়ে কুর্নিশ করবেন


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)