EXPLAINED | Rohit Sharma: দলের জন্যই সে 'নিঃস্বার্থ', বিরাট আত্মত্যাগ অধিনায়কের! জানলে দাঁড়িয়ে কুর্নিশ করবেন

Rohit Sharma Big Statement On Ind vs Aus 2nd Test Opening Order: দলের জন্যই সে 'নিঃস্বার্থ' বারবার। বিরাট আত্মত্যাগে হৃদয় জিতলেন অধিনায়ক।

Dec 05, 2024, 17:06 PM IST
1/5

নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা

India v Australia

পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। পারথ এখন অতীত, আগামিকাল, ৬ ডিসেম্বর থেকে এবার অ্যাডিলেডে শুরু ইন্দো-অজি দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের খেলা। 

2/5

ব্যাটিং অর্ডার নিয়ে কেএল রাহুল

KL Rahul On Batting Order

পারথে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। দুই ইনিংসে যথাক্রমে ২৬ ও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন। এখন প্রশ্ন রোহিত চলে এসেছেন দলে। তাহলে রাহুলের অ্যাডিলেডে কোন পজিশনে ব্যাট করবেন? রাহুল এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, 'যে কোনও জায়গায় করতে পারি, সে ওপেনিং হোক বা মিডল অর্ডার! যে কোনও জায়গা মানে যে কোনও জায়গা। সত্য়ি বলতে আমি স্রেফ প্রথম একাদশেই থাকতে চাই। মাঠে নেমে দলের হয়ে খেলতে হবে। অতীতে অনেক পজিশনে ব্যাট করেছি। আগে চ্য়ালেঞ্জিং বলে মনে হত। টেকনিক্যালি নয়, তবে মানসিকভাবে। প্রথম ২০-২৫ বল কীভাবে খেলতে হবে এটা নিয়েই। মনের মধ্য়ে ঘুরত, কত তাড়াতাড়ি আক্রমণ করতে পারব? আমার কতটা সতর্ক থাকা দরকার? শুরুতে এই বিষয়গুলি আমার কাছে কৌশলী ছিল। কিন্তু এখন যেহেতু আমি টেস্ট এবং ওডিআই-তে সব জায়গায় খেলে খেলেছি, ফলে একটা ধারণা হয়ে গিয়েছে যে, আমি কীভাবে আমার ইনিংস খেলতে চাই! দেখুন আমি টপ অর্ডারে ব্যাট করি বা মিডল অর্ডারে। আমি যদি শুরুতে প্রথম ৩০-৪০ বল ম্যানেজ করে নিতে পারি, তাহলে সবকিছুই আমার নিয়মিত ব্যাটিংয়ের মতো মনে হয়। এদিকেই আমি ফোকাস করার চেষ্টা করি।'

3/5

ভারত বনাম প্রধানমন্ত্রী একাদশ

India vs PM XI

পারথে নামার আগে রোহিতরা যদিও ওয়ার্ম-আপ সেরেছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে। এই গা ঘামানোর খেলায় কিন্তু রাহুলই ওপেন করেছিলেন। চারে নেমেছিলেন রোহিত। তাহলে কি অ্যাডিলেড কি রাহুলই ওপেন করবেন? এবার রোহিত সাফ জানিয়ে দিলেন যে, রাহুলকে সরিয়ে তিনি সেই জায়গায় আসবেনই না। তিনি নামবেন নীচে। ফের রোহিত প্রমাণ করে দিলেন যে, দলের জন্য় তিনি বারবার 'নিঃস্বার্থ'।   

4/5

রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে রোহিত যা বললেন...

Rohit Sharma On KL Rahul Batting Order

রোহিত সাংবাদিকদের বলেন, 'ব্যাটিং অর্ডারে নীচে নামার সিদ্ধান্ত কী ভাবে নিলাম? স্পষ্টতই আমরা রেজাল্ট চাই, সাফল্য চাই, এবং ওপেনিংয়ের ওই দু'জন পারথ টেস্টে কী দারুণ ব্যাটিং করেছে। আমি আমার সদ্য়োজাতকে কোলে নিয়ে ঘরে বসে, রাহুলের ব্যাটিং দেখছিলাম। কী অসাধারণ লাগছিল দেখতে। তখনই মনে হয়েছিল এই ব্যাটিং অর্ডারে এখনই পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। হয়তো ভবিষ্যতে, তখন আলাদা হবে। আমি জানি না। এই সময়ে সম্ভবত ও ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ের যোগ্য। প্রথম টেস্টে ও সাফল্য এনে দিয়েছে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে বড় পার্টনারশিপ ছিল। আমাদের টেস্ট ম্যাচ জিতিয়েছে। পার্থের মতো জায়গায় ৫০০ বা তার বেশি রান বিরাট। আমি পরিবর্তনের কোনও জায়গাই দেখিনি। বাইরে থেকে যা দেখেছি তা দারুণ লেগেছে। কিছু বদলানোর দরকারই ছিল না।'

5/5

রোহিত শর্মা ফের বোঝালেন কেন তিনি 'সেল্ফলেস'

Rohit Sharma Proves Why He is Selfless Captain

রোহিত তাঁর কথায় এমন এক বাক্য় জুড়ে দিয়েছেন, যা জানার পর তাঁর প্রতি সম্মান বাড়বেই বাড়বে। রোহিত ক্রিকেটের তিন সংস্করণেই ওপেনার ছিলেন। দেশকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে, টি-২০ আন্তর্জাতিককে আলবিদা বলেছেন। তবে তিনি এখন ওডিআই ও টেস্ট খেলেন। দুই ফরম্য়াটেই ওপেন করেন। ফলে সেট হওয়া পজিশন ছেড়ে দেওয়া মোটেই সহজ নয়। রোহিতের সংযোজন, 'ওপেনিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে সহজ নয় ঠিকই। কিন্তু দলের জন্য অনেক অর্থবহ।'