নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া সফরে আরও একটা রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। ১৬ বছর ধরে রাহুল দ্রাভিড়ের খাতায় ছিল এই রেকর্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০২ সালে বিদেশের মাটিতে ১১৩৭ রান করে রেকর্ড গড়েছিলেন দ্রাভিড়। এদিন বিদেশের মাটিতে ১১৩৮ রান করে সেই রান টপকে যান কোহলি। বৃহস্পতিবার এমসিজিকে ৮২ রানে থামেন ভারত অধিনায়ক। সেঞ্চুরি হাতছাড়া হলেও নতুন রেকর্ড গড়ে ফেলেন তিনি। এই নিয়ে চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি ইনিংসে ২৫৯ রান করলেন বিরাট। 


রোহিতকে স্লেজিং টিম পেইনের, তবে চিড়ে ভিজল না!


পরিসংখ্যান বলছে দ্রাভিড়ের আগে এই রেকর্ড ছিল মহিন্দর অমরনাথের কাছে। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন সুনীল গাওয়াস্কর।