নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের ৩২৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে কোহলিরা শেষ হয়ে গেলেন মাত্র ২৩৬ রানে। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৮৬ রানে হারল কোহলি বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জো রুটের ১১৩ রানে ভর করে ভারতের সামনে বড়সড় টার্গেট খাড়া করে দেয় মর্গ্যান বাহিনী। অধিনায়ক মর্গ্যান নিজেই ৫৩ রানের একটি ইনিংস খেলেন। পঞ্চাশ করেন ডেভিড উইলিও। জেশন রয় করেন ৪০ রান।


আরও পড়ুন-থাইল্যান্ড ওপেনের ফাইনালে সিন্ধু


ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই ধাক্কা খায় ভারত। পড়ে ‌যান আর জি শর্মা(১৫)। ধাওয়ান জমে গিয়েও ৩৬ রানে আউট হয়ে ‌যান। কোহলি ৪৫ ও রায়না ৪৬ রানে ফিরে ‌যান। ফলে ভারতের ব্যাটিং লাইআপ প্রবল চাপে পড়ে ‌যায়।


আরও পড়ুন-ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়ায় তৃতীয় বেলজিয়াম


ইংল্যান্ডের বোলিংয়ের সামনে বিধ্বস্ত ভারতের সামনে কিছুটা আশা ছিলেন ধোনি। তিনিও ৪৬ ওভারের মাথায় ৩৭ রানে পড়ে ‌যান। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ২১৫। পান্ডিয়া ফিরে ‌যান ২১ রানে। শেষপ‌র্যন্ত ভারত ৫০ ওভারে ২৩৬ রান করে সবাই আউট হয়ে ‌যান।