India vs England: ব্যাক-টু-ব্যাক টেস্ট সেঞ্চুরি Joe Root র! ক্যাপ্টেনের ব্যাটে চাপ বাড়াচ্ছে ইংরেজরা
ট্রেন্ট ব্রিজের পর লর্ডসেও শতরান রুটের!
নিজস্ব প্রতিবেদন: ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে সেঞ্চুরির (১৭২ বলে ১০৯) পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও ঝকঝকে শতরান জো রুটের (Joe Root)। শনিবার ২০০ বলে ১০০ করে ফেলেলন রুট। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে (কেএল রাহুলের ১২৯ ও রোহিত শর্মার ৮৩) থেমেছে ইন্ডিয়া।
আরও পড়ুন: India vs England: রেকর্ড বুকে James Anderson, ইতিহাসে Joe Root
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। ররি বার্নস ও ডম সিম্বলের ওপেনিং জুটি ২৩ রানেই শেষ হয়ে গিয়েছিল। মহম্মদ সিরাজ সিবলেকে ১১ রানে ফিরিয়ে দেন। এরপর হাসিব হামিদ এসেছিলেন বার্নসের হাত শক্ত করতে। সিরাজ তাঁকেও ফিরিয়ে দেন ড্রেসিংরুমে। এরপর বার্নসকে নিয়ে এগিয়ে যান চারে ব্যাট করতে নামা ব্রিটিশ ক্যাপ্টেন রুট। বার্নস ৪৯ রানে এলবিডব্লিউ হয়ে যান। এরপর জনি বেয়ারস্টো আর রুট মিলে ভারতের ওপর চাপ বাড়াতে থাকে। বেয়ারস্টো ৫৭ করে সিরাজের বলে আউট হয়ে যান। রুটের সঙ্গে জস বাটলার এগিয়ে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ডকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)