`নার্ভাস নাইন্টি`তে শতরান হাতছাড়া বিরাট কোহলির
দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩০৭।
নিজস্ব প্রতিবেদন: 'নার্ভাস নাইন্টি'তে সেঞ্চুরি মাঠে ফেলে এলেন বিরাট কোহলি। শনিবার তৃতীয় টেস্টের প্রথম দিনে শতরান থেকে মাত্র ৩ রান দূরে থমকে গেল বিরাটের ব্যাট। তৃতীয় সম্মানজনক অবস্থাতেই প্রথম দিন শেষ করল টিম ইন্ডিয়া। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে দলের স্কোর ৩০৭।
তৃতীয় টেস্টে মেঘলা আবহাওয়ায় টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। এদিন শুরুটা বেশ ভালই করেছিল বিরাটবাহিনী। ইংল্যান্ডের পেস ব্যাটারিকে পাল্টা দেওয়ার জন্য আক্রমণাত্মক কৌশল নিয়েছিল দল। শিখর ধবন ও কেএল রাহুল শুরুটা ভালই করেছিলেন। দুজনের জুটিতে ওঠে পঞ্চাশ রান। ৩৫ রানে আউট হন ধবন। ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরে রাহুল। পূজারাও ও বিরাটের জুটির উপরে তখন অনেক কিছু নির্ভর করছে। তবে হতাশ করলেন পূজারা। ফের ব্যর্থ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী। বিদেশের মাটিতে দলকে ভরসা দিতে পারছেন না পূজারা। মাত্র ১৪ রানে পুলশট খেলতে গিয়ে উইকেট খুঁইয়ে এলেন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক ও সহ-অধিনায়ক। সহজাত খেলাই খেলেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। স্কোরবোর্ডকে সচল রেখে গিয়েছেন দুজনেই। তাঁদের যুগলবন্দিতে ২০০ রানও পার হয় টিম ইন্ডিয়া। তবে ৮১ রানে মনোযোগ হারান রাহানে। স্টুয়ার্ট ব্রডের বাইরের বলে ব্যাট বাড়িয়ে দিলেন। খোঁচা লেগে বল স্লিপে অ্যালিস্টার কুকের নিরাপদ হাতে। অন্যদিকে দলকে ভরসা দিচ্ছেন বিরাট কোহলি। টেস্টে ২৩ তম তথা ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তখনই এল বিপদ। আদিল রশিদ তুলে নিলেন বিরাটকে। স্বপ্নভঙ্গ ক্রিকেট ভক্তদের। বিরাটও মাথা নাড়তে নাড়তে ফিরলেন প্যাভিলিয়নে।
শেষ বেলায় ১৮ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। টেস্টে অভিষেকে ২২ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। সকালে ঋষভের সঙ্গে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটের হাত অশ্বিনের যথেষ্ট ভালই। আপাতত ৪০০ রান পার করাই টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ৫ টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ইংল্যান্ড। এই টেস্ট ভারতের কাছে মরণবাঁচন ম্যাচ।
আরও পড়ুন- ডার্বির আগেই সম্ভবত ইস্টবেঙ্গলে নতুন স্প্যানিশ কোচ!