নিজস্ব প্রতিবেদন - ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগে ছেড়ে দেওয়া হল দলের অন্যতম সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে। শনিবার বিসিসিআই সচিব জয় শাহ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানান। ব্যক্তিগত কারণের জন্য বুমরা শেষ টেস্টে তাকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন ভারতীয় বোর্ডের কাছে। তাঁর সেই আর্জি মেনে নিয়েই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। চতুর্থ টেস্টের জন্য তাকে পাওয়া যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - দু’বছর পরে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন ‘ইউনিভার্স বস’ Chris Gayle-র


আপাতত শেষ টেস্টের জন্য অন্য কোনো খেলোয়াড়কে স্কোয়াডে আনা হচ্ছে না বুমরার জায়গায়। এই মুহুর্তে ভারত ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারানোর পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া প্রায় অনেকটাই নিশ্চিত কোহলিদের। তবে শেষ টেস্টে কিছুতেই হারলে চলবে না।


চতুর্থ টেস্টে ভারতকে জিততে হবে অথবা ড্র করতে হবে। যদি ইংল্যান্ড শেষ টেস্টে জেতে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। ইতিমধ্যেই ফাইনালে পৌছে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।