ওয়েব ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার আগে ভালো খবর ভারতের জন্য। ভালো খবর ইংরেজ ব্যাটসম্যান জো রুটের জন্যও। কিন্তু খারাপ না হলেও খানিকটা সমস্যায় তো পড়বেই ইংল্যান্ড। কারণ, ইংল্যান্ড দলের সঙ্গে সম্ভাবত, একটু পরের দিকেই যোগ দেবেন জো রুট। কারণ, তাঁর স্ত্রী ক্যারি কটেরেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এই অবস্থায়, দলের সঙ্গে একটু পরের দিকেই যোগ দেবেন রুট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঢুকে পড়লেন ওয়ার্নার


প্রসঙ্গত, রুট ইংল্যান্ড দলের সর্বকালের বিচারে একদিনের ম্যাচে গড়ের বিচারে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার। ২৬ বছর বয়সী রুট ৭৮টি একদিনের ম্যাচ খেলে মোট ৩০১৭ রান করেছেন। গড় ৪৫.৭১। সদ্য হয়ে যাওয়া টেস্ট সিরিজেও ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন রুট। সিরিজে ইংল্যান্ড ০-৪ ফলে হেরেছে ঠিকই, কিন্তু গোটা সিরিজে রুটের রান ৪৯১।


আরও পড়ুন  অনুরাগ ঠাকুরের জায়গায় সৌরভকে দেখছেন স্বয়ং সুনীল গাভাসকর