নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট হোক বা ফুটবল, মাঠের মধ্যে ব্রিটিশ সমর্থকদের অভব্যতা অত্যন্ত পরিচিত দৃশ্য়। এবার নিজেদের ঘরের মাঠেই মুখ পোড়ালেন ইংরেজ ফ্যানেরা। ক্রিকেটের মক্কা লর্ডসকে কলুষিত করলেন এক দল ইংরেজ সমর্থক। শনিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা কেএল রাহুলকে (KL Rahul) লক্ষ্য করে ছোড়া হল শ্যাম্পেনের কর্ক। মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক কর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:India vs England: ব্যাক-টু-ব্যাক টেস্ট সেঞ্চুরি Joe Root র! ক্যাপ্টেনের ব্যাটে চাপ বাড়াচ্ছে ইংরেজরা
 





ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৬৮ নম্বর ওভারে এই ঘটনা ঘটে। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলির বিষয়টি জানতে পেরে রাহুলকে বলেন যেখান থেকে এই কর্ক ছোড়া হয়েছে, সেখানেই যেন রাহুল কর্কগুলি পাল্টা ছুড়ে পাঠিয়ে দেন। এই ঘটনায় ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে (কেএল রাহুলের ১২৯ ও রোহিত শর্মার ৮৩) থেমেছে ইন্ডিয়া। রাহুল বড় রান করার জন্যই ইংরেজ সমর্থকদের কাছে 'ভিলেন' হয়ে ওঠেন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)