নিজস্ব প্রতিবেদন: প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের ভরসা বিরাট কোহলি। নব্বইয়ের দশকে যে ছবি দেখা যেত, সেই ছবিটাই আবার ভেসে উঠছে এজবাস্টনে। ইংল্যান্ডের জয়ের পথে পর্বতসম বাধা হয়ে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন কোহলি। আগে সচিন তেন্ডুলকর খেললে ম্যাচ জিতত ভারত, আর এখন সেই ভূমিকা পালন করতে হচ্ছে বিরাট কোহলিকে। নিজের চওড়া কাঁধেই দলকে টানছেন অধিনায়ক। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১১০ রান। ৪৩ রানে ক্রিজে অপরাজিত বিরাট কোহলি। তাঁর সঙ্গে রয়েছেন দীনেশ কার্তিক। আগামিকাল এই জুটির দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুরলি বিজয় ও শিখর ধবন তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরার পর ফের হাল ধরলেন বিরাট কোহলি। অন্যদিকে অধিনায়ককে যোগ্য সঙ্গত দেওয়ার মতো কেউ নেই। প্রথম ইনিংসের মতোই আসা যাওয়া। 


এদিন ইশান্ত শর্মার আগুনে বোলিংয়ের সামনে বশ্যতা স্বীকার করে ইংল্যান্ডের ব্যাটিং। প্রথম তিনটি উইকেট অশ্বিন নিলেও ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর ভাঙলেন ইশান্ত। ১৮০ রানে অলআউট ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩ রানের লিড থাকায় ভারতের সামনে টার্গেট ১৯৪। যদিও শিখর ধবন দু'দুবার আদিল রশিদকে জীবনদান না দিলে আরও কম হতে পারত ইংল্যান্ডের স্কোর।       


দিনের শুরুতেই ওপেনার কিটন জেনিংসের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তখন ৭.৪ ওভারে ইংল্যান্ড ১৮/২। প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে রুটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। অশ্বিনের পরে বল হাতে ইংল্যান্ডের কোমর ভাঙেন ইশান্ত শর্মা। তাঁর প্রথম শিকার দাভিদ মালান। মালানের পর জনি বেয়ারেস্টো, বেন স্টোকস, জোস বাটলারদের আউট করেন ইশান্ত শর্মা। 


ইংল্যান্ডকে লড়াই দেওয়ার মতো স্কোরে পৌঁছতে বড় ভূমিকা নেন তোলেন স্যাম কুরান ও আদিল রশিদ। চা বিরতির আগে  ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে ইংল্যান্ড। এর মধ্যে আদিলের দুটি ক্যাচ ফেলেন ধবন। রশিদ-কুরানের যুগলবন্দি ভাঙেন উমেশ যাদব। তাঁর ভিতরে আসা বলে বোল্ড হন রশিদ। তবে অর্ধ শতরান হাঁকান ২০ বছরের ক্রিকেট প্রতিভা স্যাম কুরান।


আরও পড়ুন- অলআউট ইংল্যান্ড, দেখুন ছবিতে