অলআউট ইংল্যান্ড, প্রথম টেস্টে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

Aug 03, 2018, 20:47 PM IST
1/13

ind21

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা উজ্জল হয়ে উঠল। ১৮০ রানে অলআউট ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩ রানের লিড থাকায় ভারতের সামনে টার্গেট ১৯৪।

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা উজ্জল হয়ে উঠল। ১৮০ রানে অলআউট ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩ রানের লিড থাকায় ভারতের সামনে টার্গেট ১৯৪। 

2/13

ind20

প্রথম ইনিংসে বিরাট কোহলি ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের উপরেই নির্ভর করছে জেতা-হারা। আর এই ঐতিহাসিক জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে গোটা দল।

প্রথম ইনিংসে বিরাট কোহলি ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের উপরেই নির্ভর করছে জেতা-হারা। আর এই ঐতিহাসিক জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে গোটা দল। 

3/13

ind19

দিনের শুরুতেই ওপেনার কিটন জেনিংসের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তখন ৭.৪ ওভারে ইংল্যান্ড ১৮/২।

দিনের শুরুতেই ওপেনার কিটন জেনিংসের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তখন ৭.৪ ওভারে ইংল্যান্ড ১৮/২। 

4/13

ind15

প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে রুটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে রুটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। 

5/13

ind9

অশ্বিনের পরে বল হাতে ইংল্যান্ডের কোমর ভাঙেন ইশান্ত শর্মা। তাঁর প্রথম শিকার দাভিদ মালান।

অশ্বিনের পরে বল হাতে ইংল্যান্ডের কোমর ভাঙেন ইশান্ত শর্মা। তাঁর প্রথম শিকার দাভিদ মালান। 

6/13

ind8

মালানের পর জনি বেয়ারেস্টোকেও ফেরান ইশান্ত। ৮৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।

মালানের পর জনি বেয়ারেস্টোকেও ফেরান ইশান্ত। ৮৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।

7/13

ind7

বিপজ্জনক বেন স্টোকসকেও আউট করেন ইশান্ত শর্মা।

বিপজ্জনক বেন স্টোকসকেও আউট করেন ইশান্ত শর্মা।

8/13

ind6

স্টোকসের পর ইশান্তের বলে ফেরেন জোস বাটলার। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

স্টোকসের পর ইশান্তের বলে ফেরেন জোস বাটলার। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। 

9/13

ind5

একশোর মধ্যে অলআউট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ইংল্যান্ড শিবিরে। তবে দলকে টেনে তোলেন স্যাম কুরান ও আদিল রশিদ।

একশোর মধ্যে অলআউট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ইংল্যান্ড শিবিরে। তবে দলকে টেনে তোলেন স্যাম কুরান ও আদিল রশিদ।  

10/13

ind4

 চা বিরতির আগে  ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে ইংল্যান্ড। এর মধ্যে দুটি ক্যাচ ফেলেন ধবন।

 চা বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে ইংল্যান্ড। এর মধ্যে দুটি ক্যাচ ফেলেন ধবন।  

11/13

ind3

রশিদ-কুরানের যুগলবন্দি ভাঙেন উমেশ যাদব। তাঁর ভিতরে আসা বলে বোল্ড হন রশিদ।

রশিদ-কুরানের যুগলবন্দি ভাঙেন উমেশ যাদব। তাঁর ভিতরে আসা বলে বোল্ড হন রশিদ।

12/13

ind2

স্যাম কুরান অন্যদিকে অপ্রতিরোধ্য। অর্ধ শতরান হাঁকান ২০ বছরের উঠতি তারকা।

স্যাম কুরান অন্যদিকে অপ্রতিরোধ্য। অর্ধ শতরান হাঁকান ২০ বছরের উঠতি তারকা। 

13/13

ind1

স্টুয়ার্ট ব্রডকে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। তার এক বল পরেই কুরানের উইকেট তুলে ইংল্যান্ডের ইনিংস খতম করেন ডান হাতি পেসার।

স্টুয়ার্ট ব্রডকে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। তার এক বল পরেই কুরানের উইকেট তুলে ইংল্যান্ডের ইনিংস খতম করেন ডান হাতি পেসার।