অলআউট ইংল্যান্ড, প্রথম টেস্টে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার
Aug 03, 2018, 20:47 PM IST
1/13
ind21
ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা উজ্জল হয়ে উঠল। ১৮০ রানে অলআউট ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩ রানের লিড থাকায় ভারতের সামনে টার্গেট ১৯৪।
2/13
ind20
প্রথম ইনিংসে বিরাট কোহলি ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের উপরেই নির্ভর করছে জেতা-হারা। আর এই ঐতিহাসিক জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে গোটা দল।
photos
TRENDING NOW
3/13
ind19
দিনের শুরুতেই ওপেনার কিটন জেনিংসের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তখন ৭.৪ ওভারে ইংল্যান্ড ১৮/২।
4/13
ind15
প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে রুটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
5/13
ind9
অশ্বিনের পরে বল হাতে ইংল্যান্ডের কোমর ভাঙেন ইশান্ত শর্মা। তাঁর প্রথম শিকার দাভিদ মালান।
6/13
ind8
মালানের পর জনি বেয়ারেস্টোকেও ফেরান ইশান্ত। ৮৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
7/13
ind7
বিপজ্জনক বেন স্টোকসকেও আউট করেন ইশান্ত শর্মা।
8/13
ind6
স্টোকসের পর ইশান্তের বলে ফেরেন জোস বাটলার। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
9/13
ind5
একশোর মধ্যে অলআউট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ইংল্যান্ড শিবিরে। তবে দলকে টেনে তোলেন স্যাম কুরান ও আদিল রশিদ।
10/13
ind4
চা বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে ইংল্যান্ড। এর মধ্যে দুটি ক্যাচ ফেলেন ধবন।
11/13
ind3
রশিদ-কুরানের যুগলবন্দি ভাঙেন উমেশ যাদব। তাঁর ভিতরে আসা বলে বোল্ড হন রশিদ।
12/13
ind2
স্যাম কুরান অন্যদিকে অপ্রতিরোধ্য। অর্ধ শতরান হাঁকান ২০ বছরের উঠতি তারকা।
13/13
ind1
স্টুয়ার্ট ব্রডকে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। তার এক বল পরেই কুরানের উইকেট তুলে ইংল্যান্ডের ইনিংস খতম করেন ডান হাতি পেসার।