জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের আগে গা ঘামানোরই সুযোগ পেলেন না রোহিত শর্মারা (Rohit Sharma)! আগামী রবিবার সরাসরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কাপ অভিযান শুরু হচ্ছে। প্য়াট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে, রোহিতদের জোড়া ওয়ার্ম-আপ ম্য়াচ খেলার কথা ছিল। রোহিতদের ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে, (India vs England, ICC World Cup 2023 Warm-Up Match) ছিল প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ। বৃষ্টির জন্য় ভেস্তে গিয়েছিল সেই ম্য়াচ। একটি বলও হয়নি গুয়াহাটিতে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা আজ অর্থাৎ মঙ্গলবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলার জন্য তৈরি ছিলেন তিরুঅনন্তপুরমে (India vs Netherlands, ICC World Cup 2023 Warm-Up Match)। কিন্তু গুয়াহাটির দৃশ্যই ফিরল তিরুঅনন্তপুরমে। লাগাতার বৃষ্টিতে ধুয়ে গেল ম্যাচ। করা গেল না একটি বলও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023: আফগান শিবিরে সচিন-সৌরভের সতীর্থ! কাপযুদ্ধে বাতলে দেবেন জয়ের মন্ত্র


১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর চলবে- আহমেদাবাদ , বেঙ্গালুরু , চেন্নাই , ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই ও পুণেতে। তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে ছিল গা ঘামানোর ম্যাচগুলি। সাল ২০১৩। এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া । তারপর প্রায় ১০ বছর হতে চলল। একবারও আইসিসি-র কোন ট্রফি স্পর্শ করতে পারেনি বিরাট কোহলি বা রোহিত শর্মার ভারত। টিম ইন্ডিয়ার সামনে এবার সুবর্ণ সুযোগ রয়েছে কাপ স্পর্শ করার। কারণ এই মুহূর্তে ভারত ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল। এই তকমা নিঃসন্দেহে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দেবে কাপযুদ্ধে। 



বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, শার্দূল ঠাকুর, যসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।


আরও পড়ুন: Yashasvi Jaiswal | Asian Games 2023: চিনে তাণ্ডবলীলা চালালেন যশস্বী, বিরল রেকর্ডে নাম মুছলেন শুভমনের


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)