নিজস্ব প্রতিবেদন: ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভারতীয় ব্যাটিংয়ের করুণ ছবি উঠে এল। শনিবার সকালে পন্থ-রাহানে জুটি প্রতিরোধ গড়তে পারলেন না। সাউদির দাপটে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে চা পানের বিরতিতে ২ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে কিউইরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করলেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। পন্থ ১৯ করে রান আউট হলেন। রাহানে করলেন ৪৬। শেষ দিকে মহম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন।



নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশ সুবিধেজনক জায়গাতেই রয়েছে। ইশান্ত শর্মার জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে গেছেন টম লাথাম(১১) এবং টম ব্লান্ডেল (৩০)। চা পানের বিরতিতে কিউইদের স্কোর ১১৬/২।  কেন উইলিয়ামসন ৪৬ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ২২ রানে ব্যাটিং করছেন শততম টেস্ট খেলা রস টেলর ।  


আরও পড়ুন - ক্রিকেটের নন্দনকাননে নতুন চমক: এবার ইডেনে বসছে সৌরভ গাঙ্গুলির মূর্তি!