নিজস্ব প্রতিবেদন: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ১৯৭ রানের টার্গেট খাড়া করল নিউ জিল্যান্ড। ইতিমধ্যেই প্রথম ম্যাচে হেরে সিরিয়ে ১-০ পিছিয়ে রয়েছে কিউইরা। ফলে এই ম্যাচে জেতার জন্য তেতে উঠল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টসে জিতে ব্যাট করতে নেমে টানা ১১ ওভার কোনও উইকেট হারায়নি নিউ জিল্যান্ড। ১১.১ ওভারের মাথায় চাহলের বলে ক্যাচ দিয়ে ফিরে ‌যান মার্টিন গুপ্তিল(৪৫)। দলের রান তখন ১ উইকেটে ১০৫। ক্রিজে তখন সেট হয়ে গেছেন মুনরো(৫৯)।


প্রথম উইকেট পড়ার পর দলকে ১৪০ রান প‌র্যন্ত টানেন মুনরো ও উইলিয়ামসন। কিন্তু ১৪.২ ওভারের মাথায় মহম্মদ সিরাজের বলে আউট হয়ে ‌যান উইলিয়ামসন। ১২ রান করে তিনি ফিরে ‌যান। দলের স্কোর তখন ২ উইকেটে ১৪০।


শেষপ‌র্যন্ত ১০৯(৫৮) রানে অপরাজিত থাকেন মুনরো। ব্রুস অপরাজিত থাকেন ১৮(১২) রানে। ২০ ওভারে নিউ জিল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ১৯৬। ভারতে কাছে এই রান বেশ শক্ত টার্গেট বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন-২০২২ সালের মধ্যে দুর্নীতি ও দারিদ্রমুক্ত ভারত গড়ার লক্ষ্য নীতি আয়োগের