২০২২ সালের মধ্যে দুর্নীতি ও দারিদ্রমুক্ত ভারত গড়ার লক্ষ্য নীতি আয়োগের

Updated By: Nov 4, 2017, 05:33 PM IST
২০২২ সালের মধ্যে দুর্নীতি ও দারিদ্রমুক্ত ভারত গড়ার লক্ষ্য নীতি আয়োগের

নিজস্ব প্রতিবেদন : ২০২২ সালের মধ্যে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও দারিদ্রমুক্ত ভারত গড়তে উদ্যোগী হল নীতি আয়োগ। সেই সঙ্গে সাম্প্রদায়িকতা ও জাতিভেদ থেকেও ভারতকে দূরে রাখা হবে বলে জানাল নরেন্দ্র মোদী-সরকার।  

নিউ ইন্ডিয়া@২০২২ সংক্রান্ত একটি প্রকল্পের খসড়া প্রকাশ করে শনিবার নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমার বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের সেরা তিনটি অর্থনৈতিক দেশের মধ্যে একটি করার চেষ্টা চলছে। তবে, তার জন্য এখন থেকে ২০৪৭ সাল পর্যন্ত ৮ শতাংশ হারে দেশের অর্থনৈতিক অগ্রগতি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন রাজীব কুমার।

প্রকল্প অনুসারে, ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে এই নিউ ইন্ডিয়া@২০২২-এ। পরিকল্পনার মধ্যে থাকছে, মডেল গ্রাম থেকে বিশ্বমাণের শিক্ষাকেন্দ্র। এক কথায় দেশকে দারিদ্রমুক্ত করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।

আরও পড়ুন- ২০১৭-১৮ অর্থবর্ষে ১৮০০ কোটির ডিজিটাল লেনদেন হবে : অর্থমন্ত্রক

.