ICC World Cup 2019: একা লড়লেন জাদেজা! ওয়ার্ম-আপ ম্যাচে কিউইদের বিরুদ্ধে ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের
চার নম্বরে নেমে ডাঁহা ফেল কেএল রাহুল। ১০ বলে মাত্র ৬ রান করে আউট হলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টির হ্যাঙওভার যেন এখনও কাটেনি ভারতীয় ব্যাটসম্যানদের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমে সেই ছবিটাই উঠে আসছে। ট্রেন্ট বোল্ট-জেমস নিশামদের বিধ্বংসী বোলিংয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়ার ব্যাটিং। কিছুটা লড়াই করলেন রবীন্দ্র জাদেদা আর হার্দিক পাণ্ডিয়া।
ওভালে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই কিউই পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলে ধরাশায়ী ভারতীয় টপ অর্ডার। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দুজনেই ২ রান করে আউট হলেন। চার নম্বরে নেমে ডাঁহা ফেল কেএল রাহুল। ১০ বলে মাত্র ৬ রান করে আউট হলেন তিনি। কিউইদের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নজরে ছিল এই চার নম্বর জায়গা নিয়েই। কেএল রাহুল এবং বিজয় শঙ্কর- প্রাথমিকভাবে এই দুই জনের মধ্যে একজনকে চার নম্বর জায়গার জন্য ভাবা হয়েছিল। কিন্তু শুক্রবার অনুশীলনে হাতে চোট পান বিজয় শঙ্কর। তাই প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যান তিনি। এই ম্যাচে খেলেননি কেদার যাদবও।
রোহিত, শিখর, রাহুলকে সাজঘরে ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। এরপর হার্দিককে সঙ্গে নিয়ে লড়াইটা সবে শুরু করেছেন তখনই বোল্ড হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লিন ডি গ্র্যান্ডহোমের বলে ২৪ বলে ১৮ রান করে বোল্ড হলেন ভারত অধিনায়ক। হার্দিক পাণ্ডিয়া ৩৭ বলে ৩০ রান করে আউট হলেন। দীনেশ কার্তিক ফিরলেন মাত্র ৪ রানে। ধোনি করলেন ১৭ রান। ভুবনেশ্বর কুমার ফিরলেন ১ রানে। হার্দিক,-কার্তিক আর ভুবিকে ফেরালেন জেমস নিশাম। কিন্তু কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। ৫০ বলে ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। কুলদীপ করেন ৩৬ বলে ১৯ রান। শেষ পর্যন্ত ৩৯.২ ওভারে ১৭৯ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৪টি এবং জেমস নিশাম ৩টি উইকেট নেন।
আরও পড়ুন - ICC World Cup 2019: স্বস্তি ভারতীয় শিবিরে! বিজয় শঙ্করের চোট গুরুতর নয়